৳ ৭০০ ৳ ৫৯৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
শিশুকাল থেকে নজরুলের কবিতার মোহে আবিষ্ট হতাম। তারুণ্যে নজরুলের কবিতাকে আদর্শ মনে করতাম। পরিপূর্ণ যৌবনে এসে পথভ্রষ্ট জাতির দিক নিদের্শক মনে করি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যতো ক্ষত আছে সেগুলো সারানোর এন্টিসেপ্টিক মনে হয় নজরুলের কবিতাকে। নজরুল মানবের মগ্ন চৈতন্যে ঝড় তোলার কবি। নজরুল সাহিত্যের নানাদিক নিয়ে ব্যাপক কাজ হলেও তার ইসলামি কবিতা নিয়ে কাজ কম হয়েছে। যা হয়েছে তা যথেষ্ট নয়। যারা এ বিষয়ে আলোচনা করেছেন তারা অধিকাংশই নজরুলের অধ্যাত্মিক ইসলাম নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক ইসলাম ভাবনা নিয়ে আলোচনা করেননি। নজরুল যেহেতু সব মানুষের জন্য লিখেছেন তাই সবাই নজরুলকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু নজরুল নিজের সম্পর্কে কী বলেছেন-সেটা নিয়েও কাজ করা দরকার। নিজের মানস গঠন নিয়ে নানা কবিতায় নজরুল কথা বলেছেন। সেই কথাগুলো একত্রিত করলে দেখা যায় তিনি মানুষের পক্ষে লেখনি ধারণের অনুপ্রেরণা নিয়েছেন ইসলাম থেকে। তিনি যে সাম্য ও মানবতার রূপরেখা প্রণয়ন করেছেন তাও ইসলামের আদলে। তিনি ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে হিন্দু- মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান মিলন চেয়েছিলেন। এই চিন্তাও পেয়েছিলেন মদিনা সনদ তথা ইসলাম থেকেই। নজরুলের কবিতায় চেতনে-অবচেতনে ইসলামের যে অনুপ্রবেশ ঘটেছে তা ভারতবর্ষের জাতীয় মননকে সমৃদ্ধ করেছে। নজরুলের কবিতা দিয়ে প্রমাণ করা যায় তিনি ইসলামি রাষ্ট্রের রূপরেখাও প্রণয়ন করেছিলেন। বিদায় হজ্জের ভাষণ এবং মদিনা সনদ পর্যালোচনা করে নজরুলের এসব দিক নিয়ে এ গ্রন্থে আলোচনা করেছি। পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নজরুল কবিতায় কীভাবে ইসলামকে উপস্থাপন করেছেন তার আলোচনাই মূলত এ গ্রন্থের বিষয়। যৌক্তিকতা বিচারের খাতিরে পুরাণ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এ গ্রন্থকে নজরুলের কবিতায় ইসলাম ভাবনার অবতরণিকা হিসেবে গ্রহণ করা যেতে পারে। ভবিষ্যতে এ বিষয়ে পরিপূর্ণ গবেষণা করার চূড়ান্ত ইচ্ছে আছে। আমি মনে করি নজরুল ইসলামের কবিতায় ইসলাম ভাবনা যদি বাংলাদেশের মানুষ জানতে পারে তাহলে তারা আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার সাহস অর্জন করার পাশাপাশি আত্মমুক্তির পথ-নির্দেশনাও পাবে। তাই কুরআন-হাদিস ঘেঁটে তার সঙ্গে নজরুল চিন্তার মিলন দেখিয়েছি। এ গ্রন্থ নজরুলকে খণ্ডিত করে উপস্থাপন নয় বরং নজরুল জীবনের খণ্ডিত অংশের বিস্তৃত বিবরণের মুখবন্ধ হিসেবে বিবেচনা করতে হবে। আলোচনার পাশাপাশি নজরুলের যেসব কবিতায় ইসলামি দর্শন বা চিন্তা প্রাধান্য পেয়েছে সেগুলোও সংযোজন করেছি। আমার বিশ্বাস- নজরুল প্রদর্শিত চেতনা যদি কারো ভেতরে প্রবেশ করে তবে সে চূড়ান্ত সফলতার মার্গ স্পর্শ করবে।
Title | : | ইসলাম অনুধ্যেয় নজরুলের কবিতা |
Author | : | নির্ঝর আহমেদ প্লাবন |
Publisher | : | ঝিঙেফুল পাবলিকেশন |
ISBN | : | 9789849864684 |
Edition | : | 1st Edition, 2024 |
Number of Pages | : | 494 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
নির্ঝর আহমেদ প্লাবন, নজরুল গবেষক, আবৃত্তি চিন্তক, নেশায় লেখক, পেশায় শিক্ষক। নির্ঝর আহমেদ প্লাবন। আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক, সাহিত্য সমালোচক, শিক্ষক ও নজরুল গবেষক। বক্তা হিসেবেও খ্যাতি আছে। ২০২২সালে 'নজরুল কাব্যে আত্মমুক্তির সাধনা' শিরোনামে অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রি অর্জন করেন। স্নাতক ও স্নাতকোত্তর সমাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। জার্নাল এবং সাহিত্য সাময়িকীগুলোতে নিয়মিত লিখে চলেছেন। শিশুকাল থেকে আবৃত্তিশিল্পের সঙ্গে জড়িত হলেও বিশ্ববিদ্যালয়ে এসে প্রবলভাবে ঝুঁকে পড়েন। কবিতার ঝংকারে পৃথিবীকে মুখরিত করে তুলতে চান। শুরু করেন কবিতা আবৃত্তি নিয়ে অধ্যয়ন। চেষ্টা করেন আবৃত্তিশিল্পকে একাডেমিক রূপদান করার। ১২ বছরের এ প্রচেষ্টার ফলাফল ২০২০ সালে বৃহৎ কলেবরে বই আকারে বের হয়। শিরোনাম দেয়া হয় নান্দনিক আবৃত্তির নির্মাণশৈলী। অল্পসময়ে বইটি পাঠক সমাদৃত হয়। কবিতা তার নেশা। ক্ষেত্রবিশেষে পেশাও। কাজী নজরুল ইসলামের কাব্যের গহন গহীনে অবগাহন করতে পুলক অনুভব করেন। নজরুল তাকে ব্যাপক টানে। সেইটান থেকেই নজরুলের কবিতা নিয়ে গবেষণার সূত্রপাত। বাংলাদেশের সংস্কৃতি, আবৃত্তিশিল্পের বিকাশ এবং নজরুল সাহিত্য গবেষণায় নিরলস কাজ করে যাচ্ছেন। পেশাগত জীবনে শিক্ষক। নেশাগত জীবনে লেখক। অবসর সময়ে পাঠক এবং আবৃত্তি চিন্তক। 'পুবের হাওয়া বাংলাদেশ' আবৃত্তি সংগঠনের সভাপতি।
If you found any incorrect information please report us